আইন না মানায় হাটহাজারীতে ১৩জনকে জরিমানা করলো সহকারী কমিশনার

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৪-১৬ ০৯:১৫:২৭


আইন না মানায় চট্টগ্রামের হাটহাজারীতে ১৩জনকে জরিমানা করলো সহকাারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ। বুধবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদেরকে এ জরিমানা করা হয়েছে।

জানা গেছে,হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়ন, বোয়ালিয়া বাজার, ইছাপুর বাজার, লোহারপুল বাজার, কামদর আলী চৌধুরী হাট, হাটহাজারী পৌরসভাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ছিপাতলী ইউনিয়নে একটি পরিবারকে হোম কোয়ারেন্টিন নিশ্চিত করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়।

অন্যদিকে,ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১১ জন মোটর সাইকেল চালককে বিভিন্ন অপরাধে ৫ হাজার তিনশ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া ২ টি খেলার মাঠে খেলা বন্ধ করা হয়। ৪ টি রাস্তা হতে লক ডাউনের নামে দেওয়া ব্যারিকেড অপসারণ করা হয়। ৫ টি চায়ের দোকান বন্ধ করা হয় এবং নির্দেশনা অমান্য করে বিকাল ৫:০০ টার পর দোকান খোলা রাখায় ১জন মুদি দোকানিকে ৫০০ টাকা ও ১টি হোটেলকে ১০০০ টাকা জরিমানা করা হয়।

জনকল্যাণে ও জনসচেতনতায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন  সহকাারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ।