করোনার কারণে ৬ মাস কম বেতন নেবেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৪-১৬ ১৪:৩৭:০৪
করোভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ার কারণে আগামী ছয় মাস নিজের বেতন ২০ শতাংশ কম নেওয়ার ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন ছাড়াও তার মন্ত্রিসভার সব সদস্য, সরকারি সব বিভাগের শীর্ষ আমলারাও এই সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল বুধবার কোভিড-১৯ প্রেস ব্রিফিংয়ে জেসিন্ডা আরডার্ন বিষয়টি জানিয়েছেন।
করোনারা প্রকোপে নিউজিল্যান্ডের অর্থনৈতিক ক্ষতির দিকটি তুলে ধরতেই তারা কম বেতন নিচ্ছেন বলে জানিয়েছেন জেসিন্ডা আরডার্ন।
তিনি বলেন, ‘নিউজিল্যান্ডের বহু নাগরিক যে পরিস্থিতির মোকাবিলা করছে আমরা তা গভীরভাবে উপলব্ধি করছি। বিভিন্ন অবস্থানের মধ্যে যে ব্যবধান আছে তা কমিয়ে আনার কোনো সময় যদি থাকে তবে তা এখন।’
আজ বৃহস্পতিবার পর্যন্ত নিউজিল্যান্ডে মোট ৪০১ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। দেশটিতে করোনায় ৯ জন মারা গেছেন।
সানবিডি/ঢাকা/এসএস