সিঙ্গাপুরে আরও ২৫৬ বাংলাদেশি করোনায় আক্রান্ত

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৪-১৬ ১৫:২৩:১৯


করোনাভাইরাসে সিঙ্গাপুরে নতুন করে আরও ২৫৬ বাংলাদেশি প্রবাসী আক্রান্ত হয়েছেন। এনিয়ে দেশটিতে মোট ১৩১৫ জন বাংলাদেশি এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া এদিন ১২৭ জন ইন্ডিয়ান করোনাভাইরাসে আক্রান্ত হন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৬৯৯ জন। আরও ৪১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এই নিয়ে করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৬৫২ জন। এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে ১০ জনের মৃত্যু হয়েছে।

সিঙ্গাপুরে সবচেয়ে বড় ক্লাস্টার হিসেবে পংগল S11 ডরমিটরিকে চিহ্নিত করা হয়েছে। এখন পর্যন্ত পংগল S11 ডরমিটরি থেকেই ৭৯৭ জন অভিবাসী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাছাড়া গতকাল করোনায় আক্রান্তের ৪৪৭ জনের মধ্যে ৪০৪ জনই ডরমিটরিতে অবস্থানকারী ওয়ার্ক পাশ হোল্ডার।

আক্রান্ত ৪৪৭ জন সবাই স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছে। বুধবার ৪০৪ জন পূর্বের ক্লাস্টার কিংবা রোগীদের সঙ্গে যোগাযোগ রয়েছে। এই ৪০৪ জন ডরমিটরিতে অবস্থান করত। ৩৮ জন স্থানীয় নাগরিক।

প্রসঙ্গত, সারাবিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছে এক লাখ ৩৪ হাজার ছয়শ তিনজন এবং মোট আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৮৩ হাজার ৩২ জন।
সানবিডি/ঢাকা/এসএস