পাকিস্তান দলে আমিরের জায়গা হবে কী!

আপডেট: ২০১৫-১২-০৪ ১৩:১৯:২১


Pakistani cricketer Mohammad Amir arrives at the Pakistan Cricket Board's headquarters in Lahore, Pakistan, Wednesday, Aug. 26, 2015. Pakistan's three cricketers will have to undergo a six-month extensive rehabilitation program before they can return to international cricket after their five-year ban ends on Sept. 1. (AP Photo/K.M. Chuadary)

পাকিস্তান ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করে বিপিএলেও দুর্দান্ত মোহাম্মদ আমির। আর তাই তাকে জাতীয় দলে ফেরাতে তোড়জোড় শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ফিক্সিংয়ের দায়ে অভিযুক্ত হয়ে পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে বিপিএল দিয়ে প্রথম আন্তর্জাতিক লিগে ফেরেন পাকিস্তানের তরুণ পেসার মোহাম্মদ আমির।

বিপিএলে চিটাগাং ভাইকিংসের হয়ে এখন পর্যন্ত আট ম্যাচে ৫.৭১ ইকোনমি রেটে ১১টি উইকেট লাভ করেন আমির।

পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান ইঙ্গিত দিয়েছেন আমিরকে দলে ফেরাতে কোচ এবং সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে তিনি আলাপ করবেন, ‘প্রধান কোচ ওয়াকার ও প্রধান নির্বাচক হারুন রশিদের সঙ্গে বৈঠক করে দলের সিনিয়র ক্রিকেটার এবং আমিরকে নিয়ে আলোচনায় বসব। সে যদি বোর্ডের সব নিয়ম মেনে চলার অঙ্গিকার করে, তবে তাকে অচিরেই দলে দেখা যেতে পারে।’

সানবিডি/ঢাকা/রাআ