২৪ ঘণ্টায় শনাক্ত ৪৩৪, মৃত্যু ৯ জন

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৪-২১ ১৭:২৬:৫৭


দেশে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে গত ২৪ ঘণ্টায় শনাক্ত ও মৃত্যু দুটোই কমেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৪৩৪ জন এবং মৃত্যু হয়েছে ৯ জনের।

আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নতুন করে শনাক্ত হয় ৪৩৪ জন এবং মারা গেছে ৯ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৩৮২ এবং মৃত্যু ১১০।

এর আগে গতকাল সোমবার ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৭৯ জনের নমুনা পরীক্ষা করা করা হয়। এতে নতুন করে করোনা শনাক্ত হয় ৪৯২ জনেরে। আর মারা যান ১০ জন।

উল্লেখ, দেশে নভেল করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
সানবিডি/ঢাকা/এসএস