বিএসএমএমইউ হাসপাতালে নতুন পরিচালক নিয়োগ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৪-২২ ১৩:১৫:৪৬
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নতুন পরিচালক নিয়োগ দিয়েছে সরকার।সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আহমেদ আমিনকে এ দায়িত্ব দেয়া হয়েছে।
তিনি বর্তমান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হকের স্থলাভিষিক্ত হবেন। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এই আদেশ জারি করেছে।
বর্তমান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হককে সেনাবাহিনীতে ফেরাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
জুলফিকার আহমেদ আমিনকে প্রেষণে হাসপাতালটির পরিচালক হিসেবে নিয়োগ দিতে তার চাকরি স্বাস্থ্য সেবা বিভাগে ন্যস্ত করা হয়েছে।
সানবিডি/ঢাকা/এসএস