চাঁদপুরে আইসোলেশনে থাকা দুই জনের মৃত্যু, পুলিশ চিকিৎসকসহ ১০ জনের রিপোর্ট নেগেটিভ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৪-২৩ ১৬:৪৩:০৯
: করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্তায় ৭৫ বছর বয়সী এক বৃদ্ধা ও ১৪ বছর বয়সী এক কিশোরীর মৃত্যু হয়েছে। বৃদ্ধার করোনার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে এবং কিশোরীর নমুনা সংগ্রহ করা হয়েছে। পাঁচজন পুলিশ, একজন চিকিৎসক সহ ১০ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। অর্থাৎ তারা কেউই করোনা ভাইরাসে আক্রান্ত নন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ১০টি রিপোর্ট আসার বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ মো. সাখাওয়াত উল্লাহ।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ সুজাউদ্দৌলা রুবেল জানান, ফরিদগঞ্জ উপজেলার পুশ্চিম লাড়ুয়া গ্রামের শারমিন (১৪) নামে কিরোশীর নিহত হয়েছেন। সে করোনা ভাইরাস এর উপসর্গ নিয়ে বুধবার দিনগত রাত সাড়ে ১২ টায় চাঁদপুর সদর হসপিটালের আইসোলেশনে ইউনিটে ভর্তি হয়। বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। করোনার সন্দেহভাজন রোগী হিসেবে তাদের দু’জনকে বিশেষ ব্যবস্থায় দাফন করা হবে।
এর আগে মঙ্গলবার করোনা উপসর্গ নিয়ে একই উপজেলার নয়ারহাট গ্রামের বৃদ্ধা আনোয়ার হোসেন (৭৫) আইসোলেশন ইউনিটে ভর্তি হন। তিনি চিকিৎসাধীন অবস্থায় বুধবার মধ্যরাতে মৃত্যুবরণ করেন। ভর্তি হওয়ার পরে তার নমুনা সংগ্রহ করা হয়েছে এবং তার রিপোর্ট ঢাকা পাঠানো হয়েছে। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা রিপোর্ট আসার পরে নিশ্চিত হওয়া যাবে বলে জানান ডাঃ সুজাউদ্দৌলা রুবেল।
চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ঢাকা থেকে ১০ টি রিপোর্ট এসেছে, সবগুলো নেগেটিভ। আর গত পরশুদিন একটি রিপোর্ট এর পুনরায় যাচাই করে তা ফোনে জানিয়েছেন কিন্তু রিপোর্ট পাঠায়নি।
আজকে পর্যন্ত ১৭৬ টি রিপোর্ট এসেছে। বাকি আছে ৫৭ টি।