তারাবির নামাজে ১২ জন অংশ নিতে পারবেন

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৪-২৩ ১৯:৪৯:৩৫


করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় তারাবির নামাজে ১২ জনের বেশি মুসল্লি অংশ নিতে পারবেন না। এমন নির্দেশনা দিতে যাচ্ছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, করোনা সংক্রমণ পরিস্থিতিতে রমজান মাসে ১০ জন মুসল্লি আর ২ জন হাফেজসহ মোট ১২ জনের অংশগ্রহণে মসজিদগুলোতে এশা ও তারাবির নামাজ আদায়ের সুযোগ থাকবে।

এরসঙ্গে ইতিপূর্বে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা মসজিদে জুমা ও জামাত বিষয়ক নির্দেশনা কার্যকর থাকবে। এছাড়া রমজান মাসে ইফতার মাহফিলের নামে কোনো ধরনের অনুষ্ঠানের আয়োজন করা যাবে না।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, এ বিষয়ে শুক্রবার একটি নির্দেশনা জারি করবে মন্ত্রণালয়।

এর আগে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে বিভিন্ন নির্দেশনা দেয়া হয়। এতে বলা হয়, ভয়ানক করোনাভাইরাস সংক্রমণরোধকল্পে মসজিদের ক্ষেত্রে খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা ব্যতীত অন্য সব মুসল্লিকে সরকারের পক্ষ থেকে নিজ নিজ বাসস্থানে নামাজ আদায় এবং জুমার জামায়াতে অংশগ্রহণের পরিবর্তে ঘরে জোহরের নামাজ আদায়ের নির্দেশ দেয়া যাচ্ছে।

এতে আরো বলা হয়, মসজিদে জামায়াত চালু রাখার প্রয়োজনে খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ পাঁচ ওয়াক্তের নামাজে সর্বোচ্চ ৫ জন এবং জুমার জামায়াতে সর্বোচ্চ ১০ জন শরিক হতে পারবেন। জনস্বার্থে বাইরের মুসল্লি মসজিদের ভিতরে জামায়াতে অংশগ্রহণ করতে পারবেন না।

একইসঙ্গে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে অন্যান্য ধর্মের অনুসারীদেরকেও উপাসনালয়ে সমবেত না হয়ে নিজ নিজ বাসস্থানে উপাসনা করার জন্য নির্দেশ দেয়া হয়। অন্যান্য ধর্মের অনুসারীরাও এ সময়ে কোনো ধর্মীয় বা সামাজিক আচার অনুষ্ঠানের জন্য সমবেত হতে পারবেন না বলেও জানানো হয়।

সানবিডি/এসকেএস