৪ জেলা বাদে সব জেলায় ছড়িয়েছে করোনা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৪-২৫ ১৭:০৪:৫৩


দেশের ৬৪ জেলার মধ্যে ৬০ জেলায় করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। আজ শনিবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, ‘২৪ এপ্রিলের তথ্য বিশ্লেষণ করে দেখছি যে এখন আমাদের ৬০ জেলা আক্রান্ত হয়েছে।’

তিনি জানান, সর্বশেষ আক্রান্ত হয়েছে বরিশাল বিভাগের ভোলা ও রাজশাহী বিভাগের নাটোর জেলা।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, ‘দেশের যে চারটি জেলা এখনও আক্রান্ত হয়নি সেগুলো হলো রাঙামাটি, খাগড়াছড়ি, ঝিনাইদহ ও সাতক্ষীরা।’

উল্লেখ্য, দেশে প্রথম ৮ মার্চ করোনা রোগী শনাক্ত হয়। আজ শনিবার পর্যন্ত সারা দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৯৯৮ জন। আর এই রোগে মৃত্যু হয়েছে ১৪০ জনের। সর্বমোট সুস্থ হয়ে উঠেছেন ১১২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, বৃহস্পতিবার রাত পর্যন্ত মোট রোগীর ৫০ দশমিক ৫৯ শতাংশই ঢাকা শহরের। আর ঢাকা বিভাগের ১৩ জেলায় আছে ৩৫ দশমিক ৪১ শতাংশ।

এছাড়া চট্টগ্রাম বিভাগে ৩ দশমিক ৮৩ শতাংশ, সিলেটে ১ দশমিক ২ শতাংশ, রংপুরে ১ দশমিক ৭২ শতাংশ, খুলনায় দশমিক ৯৩ শতাংশ, ময়মনসিংহে ৩ দশমিক ৪১ শতাংশ, বরিশালে ২ দশমিক ১১ শতাংশ এবং রাজশাহীতে দশমিক ৭৯ শতাংশ রোগী পাওয়া গেছে।
সানবিডি/ঢাকা/এসএস