শিক্ষা প্রতিষ্ঠান সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৪-২৭ ১১:২১:৪৭
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন দেশে করোনাভাইরাসের পরিস্থিতি ঠিক না হলে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত সব স্কুল-কলেজ বন্ধ থাকবে । দেশে করোনার পরিস্থিতি নিয়ে এক ভিডিও কনফারেন্সে তিনি এ কথা জানান।
তিনি বলেন, এখন আমরা আপাতত আর স্কুল-কলেজ খুলছি না। দেশে করোনাভাইরাসের পরিস্থিতি ঠিক না হলে সেপ্টেম্বর পর্যন্ত সব স্কুল-কলেজ বন্ধ থাকবে।
সোমবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই ভিডিও কনফারেন্স শুরু হয়। রাজশাহী বিভাগের আট জেলার প্রশাসন, জনপ্রতিনিধি, চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী এবং সশস্ত্র বাহিনীর প্রতিনিধিরা এ ভিডিও কনফারেন্সে উপস্থিত আছেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।
জেলাগুলো হচ্ছে- বগুড়া, চাপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, পাবনা, রাজশাহী এবং সিরাজগঞ্জ।
এর আগে, করোনার কারণে সরকার ঘোষিত সাধারণ ছুটি অনুযায়ী দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৫ মে ২০২০ পর্যন্ত বন্ধ থাকবে বলা জানানো হয়েছিল।
সানবিডি/এসকেএস