‘হা-ডু-ডু খেলার প্রসার ঘটাতে হবে’

আপডেট: ২০১৫-১২-০৪ ১৯:৫৭:৫২


Khulnaমৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, ক্রীড়াঙ্গনে বিদেশী খেলার আগ্রসনে আমাদের দেশীয় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা হারিয়ে যাচ্ছে। দেশীয় ঐতিহ্য হা-ডু-ডু খেলাকে রক্ষা করতে গ্রামে গঞ্জে এ খেলার প্রসার ঘটাতে হবে।

শুক্রবার বিকালে খুলনার ফুলতলার দামোদর ইয়ং ক্লাব আয়োজিত ও স্থানীয় সুলাকুড় মাঠে অনুষ্ঠিত ৮দলীয় হা-ডু-ডু টুর্নামেন্ট শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। মোঃ ফেরদাউস হোসেন বেলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা বিএমএ সালাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী, ওসি (তদন্ত) মানষ রঞ্জন দাস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মৃনাল হাজরা, আবু তাহের রিপন, মোল্যা হেদায়েত হোসেন লিটু, এস কে আলী ইয়াছিন, শহিদুল্লাহ প্রিন্স, রবীন বসু, শেখ নাসির উদ্দিন, সাজ্জাদ হোসেন, মারুফ হোসেন মোল্যা, টিটো ভুইয়া, মশিউর রহমান প্রমুখ।