ম্যারিকো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৪-২৯ ১২:০২:৪০


পুঁজিবাজারে ওষুধ ও রাসায়নিক খাতের কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড সর্বশেষ ৩১ মার্চ, ২০২০ তারিখে সমাপ্ত বছরের বিনিয়োগকারীদের জন্য ২০০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত কোম্পানিটির পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি সর্বশেষ হিসাববছরে এর আগে কয়েক দফায় মোট ৭৫০ শতাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষনা করেছিলো।

ম্যারিকোর আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ৮৪ টাকা ১ পয়সা। আলোচিত সময়ে শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ (ক্যাশ ফ্লো) ছিল ৯৫ টাকা ৬৫ পয়সা। গত ৩১ মার্চ, ২০২০ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৪ টাকা ৫ পয়সা।

আগামী ২২ জুলাই ম্যারিকোর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস