ফেসবুক ব্যবহারকারীদের জন্য সুসংবাদ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৪-২৯ ১৮:০৮:৩৩
করেনোরভাইরাস সংক্রমণের এই সময়ে বিশ্বজুড়ে বেড়েছে ভিডিওকলের চাহিদা। এ কারণে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ফেসবুকের মূল অ্যাপে বেশ কয়েকটি নতুন ভিডিওকলিং ফিচার যুক্ত করেছে কর্তৃপক্ষ।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিবিসি জানায়, নতুন কয়েকটি ফিচার যুক্ত হওয়ায় ফেসবুকসহ প্রতিষ্ঠানটির মালিকানাধীন কয়েকটি প্ল্যাটফর্মে ৫০ জন একসঙ্গে ভিডিওকলের সুযোগ পাবেন।
লকডাউনের কারণে নির্ধারিত সময়ের আগেই এসব ফিচার চালু করা হয়েছে। মেসেঞ্জারের জন্য নতুন এই ফিচারটির নাম ‘মেসেঞ্জার রুমস’।
এরই মধ্যে যুক্তরাজ্যের কিছু ব্যবহারকারীর জন্য সুবিধাটি চালু হয়েছে। তবে ফেসবুকের সব ব্যবহারকারীর কাছে সেবাটি পৌঁছাতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে।
করোনাভাইরাসের কারণে ব্যাপক হারে বেড়েছে ভিডিওকলের সংখ্যা। ফেসবুক বলছে, যেসব এলাকায় এই ভাইরাস মারাত্মকভাবে ছড়িয়েছে, সেসব এলাকায় গত বছরের তুলনায় মেসেঞ্জারে ভিডিওকল বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে।
সানবিডি/ঢাকা/এসএস