স্বতন্ত্র পরিচালকদের প্যানেল গঠনের সিদ্ধান্ত
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২০-০৪-২৯ ২০:১৮:৪৩
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির নিরীক্ষার জন্য নিরীক্ষা প্রতিষ্ঠানের ন্যায় স্বতন্ত্র পরিচালকদের নিয়ে প্যানেল গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বুধবার কমিশনের ৭২৫ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত দেয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, করপোরেট গভর্ণেন্স কোড (সিজিসি) এ বর্ণিত স্বতন্ত্র পরিচালকদের যোগ্যতা ও অভিজ্ঞতা মানদন্ড নির্ধারন করে একটি প্যানেল গঠন করা হবে। সরকার ঘোষিত ছুটি শেষে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ প্রহণ করা হবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস