কান্তজিউ মন্দিরে রাসমেলা যাত্রা মঞ্চে বিস্ফোরণ, আহত ৬

আপডেট: ২০১৫-১২-০৫ ১৩:১৫:৪০


rush-melaদিনাজপুরে কান্তজিউ মন্দিরে রাসমেলায় যাত্রা প্যান্ডেলে ককটেল বিস্ফোরণে ৬ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আহতের স্বজনরা জানায়, রাত সাড়ে ১২টায় রাসমেলায় ভোলানাথ অপেরার যাত্রা পালা দেখার জন্য প্যান্ডেলে দর্শকরা প্রবেশ করে। যাত্রাপালা চলার সময় হঠাৎ পিছন থেকে দর্শক গ্যালারিতে দুর্বৃত্তরা পর পর ৩টি ককটেল বোমা ছুড়ে। ককটেল বিস্ফোরণে ৬ জন আহত হয়। এ সময় প্যান্ডেলে আতংক ছড়িয়ে পড়ে। দর্শকরা ছুটোছুটি করে প্যান্ডেল থেকে বের হয়ে আসে। সঙ্গে সঙ্গে আহতদের মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নাহিদ জানান, আহতদের পায়ের বিভিন্ন স্থানে ককটেলের স্প্লিন্টারের আঘাত রয়েছে। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। এদিকে এ ঘটনায় রাসমেলায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকতারা ঘটনাস্থাল পরিদর্শন করেছেন।