রাত ৮টার পর বাইরে না বেরুনোর নির্দেশ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৫-০৪ ১৯:০৭:২৪


করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ফের ছুটি বাড়িয়েছে সরকার। ষষ্ঠ দফায় এবার বুদ্ধ পূর্ণিমা, সাধারণ এবং সাপ্তাহিক মিলিয়ে ১১দিন ছুটি ঘোষণা করেছে সরকার। সেই হিসাবে ৬ মে থেকে ১৬ মে পর্যন্ত ছুটি থাকবে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

এ সময়ে রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত অতীব জরুরি প্রয়োজন ছাড়া কোনোভাবেই বাড়ি থেকে বের না হওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া এক জেলা থেকে অন্য জেলায় এবং এক উপজেলা থেকে অন্য উপজেলার গমনাগমন কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে।

আদেশে আরও বলা হয়, এই ছুটি চলাচল/নিষেধাজ্ঞাকালীন সময়ে জনগণ ও সব কর্তৃপক্ষকে অবশ্যই স্বাস্থ্য সেবা বিভাগের জারিকৃত নির্দেশমালা কঠোরভাবে মেনে চলতে হবে।

উল্লেখ্য, করোনাভাইরাসের বিস্তার রোধে গত ২৬ মার্চ থেকে দেশে সাধারণ ছুটি চলছে। এই ছুটি আরেক দফায় বাড়িয়ে আগামী ১৬ মে পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এ সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও সীমিত পরিসরে খোলা হচ্ছে শপিং মল ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান। যদিও আগেই স্বাস্থ্যবিধি মেনে খোলা হয়েছে পোশাক কারখানা।
সানবিডি/ঢাকা/এসএস