ছাত্রলীগের জিসানের উদ্যোগে ধান কেটে দিলো ছাত্রলীগ

জেলা প্রতিনিধি আপডেট: ২০২০-০৫-০৫ ১৫:২০:৫০


ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার রানীনগর গ্রামে বিনা পারিশ্রমিকে ধান কেটে দিলো ছাত্রলীগ।

কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে সারাদেশের কৃষকদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগ, এরই অংশ হিসেবে জিসানের উদ্যোগে দরিদ্র কৃষকের পাঁকা ধান কাটা হয়।

মঙ্গলবার (০৫ মে, ২০২০ ইং) দরিদ্র কৃষক এস্কেনদারের এক বিঘা জমির পাঁকা ধান বিনা পারিশ্রমিকে কেটে দেওয়া হয়।
এ সময় ধান কাটায় অংশগ্রহণ বাংলাদেশ ছাত্রলীগের জিসান আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আইনাল হোসেন, শৈলকুপা উপজেলার ২ নং মির্জাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম, সহ -সভাপতি সাজ্জাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইনজয় খান সাগর, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন, সদস্য রূপক হোসেন।
এসময় জিসান আহমেদ বলেন, করোনা ভাইরাসের কারণে সৃষ্ট মহামারীর সময়ে কৃষকের পাশে থাকবে ছাত্রলীগ। তিনি আরো জানান, তাদের ধান কাটা কার্যক্রম অব্যাহত থাকবে।
ছাত্রলীগ ক্ষেতের ধান বিনা পারিশ্রমিকে কেটে দেওয়াতে কৃষক এস্কেনদার সন্তোষ প্রকাশ করেন।

সানবিডি/ঢাকা/মোঃ আইনাল হোসেন/এসএস