মিশরের নাইটক্লাবে বিস্ফোরণ, নিহত ১৬
প্রকাশ: ২০১৫-১২-০৫ ১৩:৩০:৫০
জোরালো বিস্ফোরণে কেঁপে উঠল মিশরের কায়রোর নাইটক্লাব। িনহত হলো ১৬ জনের। গুরুতর আহত আরও অনেকে। তবে এই বিস্ফোরণের পিছনে জঙ্গি হাত নয়, নাইট ক্লাবের কর্মী এবং খরিদ্দারদের বিরোধ রয়েছে বলেই স্বরাষ্ট্রমন্ত্রণালয় সূত্রের খবর।
জানা গিয়েছে, শুক্রবার রাতে কায়রোর আগুজা জেলার ইল-সঈদ ক্লাব অ্যান্ড রেস্টুরেন্টের কর্মীদের সঙ্গে একদল যুবকের বাকবিতণ্ডা বাধে। সেই বাকবিতণ্ডার কিছুক্ষণ পরেই রেস্টুরেন্টের ভিতর একটি জোরালো বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই পুরো রেস্টুরেন্টে আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ভরে যায় নাইট ক্লাব। তারপর পুলিশ এবং দমকল বাহিনী গিয়ে আগুন নেভায়। এই বিস্ফোরণে ১৬ জনের মৃত্যু হয়েছে এবং জখম হয়েছেন আরও অনেকে। এরপর পুলিশ বিস্ফোরণের তদন্তে নেমে জানতে পেরেছে, পেট্রোল বোমা দিয়ে নাইট ক্লাবে বিস্ফোরণটি ঘটানো হয়েছিল। তবে কারা বোমাটি রেখেছিল তা এখনও স্পষ্ট নয়। নাইটক্লাবের কর্মীদের সঙ্গে একদল যুবকের যে বিরোধ চলছিল, তার জেরেই এই বিস্ফোরণ বলে মনে করা হচ্ছে।