জাপানে জরুরি অবস্থার মেয়াদ আরও বাড়লো

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৫-০৬ ১২:৫৪:৪২


জাপানে করোনা মহামারির বিস্তার ঠেকাতে যে জরুরি অবস্থা জারি করা হয়েছিল তার মেয়াদ আরও প্রায় একমাস বাড়ানো হয়েছে।

গত ৮ এপ্রিল প্রথমবারের মতো জাপানে একমাসের জরুরি অবস্থা জারি হয়। এই মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে আজ বুধবার। কিন্তু এর আগেই জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলো দেশটির সরকার।

জাপান সরকার দেশব্যাপী জরুরি অবস্থার মেয়াদ আগামী ৩১ মে পর্যন্ত বাড়িয়েছে। সংক্রামক রোগ বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার পর মেয়াদ বৃদ্ধির এই ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শিনজো আবে।

প্রধানমন্ত্রী আবে বলেন, আমরা আগামী ৭ থেকে ৩১ মে পর্যন্ত জরুরি অবস্থা কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছি। যেভাবে জরুরি অবস্থা চলছিল ঠিক একই নিয়মে চলবে। এই সময়ের মধ্যে জরুরি অবস্থা পরবর্তী সময়ে করণীয় নিয়ে আলোচনা করবো আমরা।

তিনি আরও বলেন, ‘দেশে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে। এরপরও প্রাণহানি কমাতে আমাদের সর্তক থাকতে হবে।’

এ সময় তিনি আরও দাবি করেন, জরুরি অবস্থা ঘোষণা করার ফলে দেশের ৮০ শতাংশ মানুষকে ঘরে রাখা সম্ভব হয়েছে।

করোনার বিস্তার রোধে আইন প্রণয়ন করে রাজধানী টোকিওসহ দ্বীপরাষ্ট্রটির আরও ছয়টি অঞ্চলে মাসব্যাপী জরুরি অবস্থা জারির ঘোষণা দেন আবে। পরে অবশ্য তা পুরো দেশজুড়ে করা হয়।

জাপানে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১৫ হাজারের বেশি মানুষ। আর মারা গেছে ৫৫৬ জন।
সানবিডি/ঢাকা/এসএস