করোনা চিকিৎসায় অতিজরুরি সংকট নিরসনে এগিয়ে এলো আবুল খায়ের গ্রুপ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৫-০৬ ২০:১৬:৩০


বাংলাদেশের বাণিজ্যিকভাবে অক্সিজেন উৎপাদনকারী প্রধান প্রতিষ্ঠানে ১২০ টন অক্সিজেন উৎপাদন করা হয়। সেখানে আবুল খায়ের গ্রুপের একেএস প্লান্টে রয়েছে ২৬০ টন অক্সিজেন উৎপাদনের সক্ষমতা। যা বাংলাদেশের মধ্য সবচেয়ে বৃহত্তম।

এ অক্সিজেন ব্যবহৃত হয় স্টিল উৎপাদনে, যা বাণিজ্যিক ভাবে বিক্রি করা হয় না। দেশের এ সংকটকালে মানুষকে বাঁচানোটাই গুরুত্বপূর্ণ বিবেচনা করে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে সম্প্রতি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে আবুল খায়ের গ্রুপ।
করোনা চিকিৎসায় বিনামূল্যে অক্সিজেন দেবে আবুল খায়ের গ্রুপ
করোনা রোগীদের চিকিৎসায় সম্পূর্ণ বিনামূল্যে এবং নিজস্ব ব্যবস্থাপনায় অক্সিজেন সরবরাহ করবে আবুল খায়ের গ্রুপ। প্রাথমিকভাবে দু’শো সিলিন্ডার সরবরাহ করা হবে পরবর্তীতে কোম্পানিকৃত সরবরাহ করা সিলিন্ডারের বাইরেও প্রাপ্ত অতিরিক্ত সিলিন্ডার ফিলিং করে, করোনা চিকিৎসায় নির্ধারিত হাসপাতাল গুলোতে পৌঁছে দেয়া হবে।

কোভিড-১৯ চিকিৎসার নির্ধারিত হাসপাতালগুলোর প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহের জন্য আবুল খায়ের গ্রুপের হেল্প লাইন নাম্বারে (০১৯৮৮৮০২১৬৬) যোগাযোগের জন্য হাসপাতাল কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
সানবিডি/ঢাকা/এসএস