বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়েছেন ১৭০ ভারতীয় শিক্ষার্থী
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৫-০৮ ১৫:২২:৫৪
করোনাভাইরাসজনিত পরিস্থিতিতে ঢাকা ছেড়েছেন ১৭০ জন ভারতীয় শিক্ষার্থী। শুক্রবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার এক বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন তারা।
ভারতীয় হাইকমিশন জানায়, করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে বিদেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে প্রত্যাবাসন কার্যক্রম শুরু করেছে ভারত সরকার। এরই অংশ হিসেবে তাদের ফিরিয়ে নেয়া হয়েছে।
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ শুক্রবার বিমানবন্দরে উপস্থিত হন। সে সময় বাংলাদেশ ছেড়ে যাওয়া ভারতীয় নাগরিকদের প্রথম দলটিকে বিদায় জানান এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন।
এদিকে বিমানবন্দরে শিক্ষার্থীদের ভারতে পৌঁছানোর পর স্বাস্থ্যবিধি অনুসরণ করার পরামর্শ দেন রীভা গাঙ্গুলি দাশ। অন্যদিকে প্রত্যাবাসনে সহযোগিতার জন্য ভারতীয় হাইকমিশনকে ধন্যবাদ জানান শিক্ষার্থীরা।
সানবিডি/এসকেএস