করোনার ক্ষতি নয় মাসে কাটিয়ে ওঠা সম্ভব- ইফাদ অটোসের এমডি

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৫-০৮ ১৭:২৩:২৬


করোনার প্রকোপে দেশের প্রতিটি শিল্পই প্রচণ্ড ক্ষতির শিকার।  এ নিয়ে সন্দেহের কিছু নেই। তবে নিজ নিজ প্রতিষ্ঠানের কর্মীদের সঙ্গে নিয়ে সম্মিলিত চেষ্টায় আগামী ৬ থেকে ৯ মাসের মধ্যে এ ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব বলে মন্তব্য করেছেন পুঁজিবাজারের তালিকাভুক্ত ইফাদ অটোসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাসকিন আহমেদ।

সম্প্রতি এক ভিডিও বার্তায় তিনি কর্মীদের পাশে থেকে সম্মিলিত চেষ্টায় ক্ষতি কাটিয়ে ওঠার প্রত্যয় ব্যক্ত করেন।

তাসকিন আহমেদ বলেন, গত ২৬ মার্চ থেকে দেশে সাধারণ ছুটি চলছে। আর তাতে বিপুল ক্ষতির মুখে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো।  বড় ধরনের অর্থনৈতিক সংকটের কথা ভেবে সবাই উদ্বিগ্ন। বেসরকারি খাতে চাকরি হারানোর আতঙ্কও প্রবল হয়ে উঠেছে। এমন সময়ে দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী ইফাদ গ্রুপ তার কর্মীদের আশ্বস্ত করেছে কর্মীদের পাশে থাকার। আশা প্রকাশ করেছে, সবার সম্মিলিত চেষ্টায় অল্প সময়ের মধ্যে সংকট কাটিয়ে ওঠার। আমরা ম্যানেজমেন্ট পর্যায়ে সর্বক্ষণ পরিকল্পনা করছি কীভাবে আগামী দিনগুলোতে এই ক্ষতি পুষিয়ে নেওয়া যায়।

তিনি গ্রুপের কর্মীদের আশ্বস্ত করে বলেন, এই দুঃসময়ে আপনাদের মনে করিয়ে দিতে চাই, আপনারা কেউ একা নন।  আমরা আপনার ও আপনার পরিবারের সদস্যদের পাশে আছি।  কারণ নিজ ঘরের বাইরে আমাদের এক বিশাল ইফাদ পরিবার রয়েছে।  আর আপনারা প্রত্যেকই এই পরিবারের সদস্য।

ইফাদের এমডি বলেন, ২০২০ সালের শুরুটা ভালো হলেও হঠাৎ করে করোনাভাইরাসের এই মহামারিতে পুরো দেশ আজ অচল হয়ে পড়েছে।  মার্চ, এপ্রিলের পর মনে হচ্ছে মে মাসটাও এর মধ্য দিয়েই যাবে। আমাদের কোম্পানি একটা অস্বাভাবিক ক্ষতির মধ্যে পড়েছে। সামনের দিনগুলোর কথা ভেবে আমার মতো আপনারাও চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন। এই এক অস্বাভাবিক ক্রান্তিলগ্নে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, ভয় পাবেন না। আমরা সবাই আপনাদের সঙ্গে আছি।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস