কেজিতে ১২০ টাকা কমেছে আদার দাম
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৫-১০ ২০:১৮:০০
দিনাজপুরের হিলির বাজারে আদা, রসুন ও পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। প্রকারভেদে কেজিতে আদার দাম কমেছে ১২০ টাকা, রসুনে ২৫ টাকা ও পেঁয়াজে কমেছে ৮ থেকে ১০ টাকা।
আজ রোববার হিলির বাজারে ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে।
মোকামগুলোতে সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। দাম কমায় ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরেছে।
খুচরা ব্যবসায়ী সোহেল রানা জানান, কয়েক দিন আগে হিলি বাজারে প্রতিকেজি আদা বিক্রি হয়েছে ৩০০ টাকা, বর্তমানে কেজিতে ১২০ টাকা কমে বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজি দরে। এদিকে ২৫ টাকা কেজিতে কমে রসুন বিক্রি হচ্ছে ৮০ টাকা এবং কেজিতে ৮ থেকে ১০ টাকা কমে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৮ টাকা কেজি দরে।
আবদুর রাজ্জাক, আবদুল খালেক, জনিসহ কয়েকজন ক্রেতা জানান, কয়েক দিন আগে আদা কিনতে এসে মাথায় হাত উঠতো। আজ বাজারে এসে দেখি আদার দাম ১২০ কেজিতে কমেছে। আদার, রসুন, পেঁয়াজ দাম কম হওয়ায় স্বস্তিতে কেনা যাচ্ছে
দাম কমার কারণ জানতে চাইলে পাইকার ব্যবসায়ী ফেরদৌস রহমান বলেন, ‘মোকাম ও স্থানীয় বাজারে আদা ও রসুনের সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমতে শুরু করেছে। অন্যদিকে টিসিবি ২৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি ঘোষণা দেওয়ায় কমেছে পেঁয়াজের দাম।’ ,
সানবিডি/ঢাকা/এসএস