১৪ মে কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫০ লাখ পরিবারকে ১২৫৭ কোটি টাকা সহায়তা

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৫-১২ ০৮:৪১:৩৪


দেশজুড়ে ক্রমেই ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের কারণে কাজ হারানো ৫০ লাখ পরিবারকে অর্থ-সহায়তা দেবে সরকার। এ লক্ষ্যে আড়াই হাজার টাকা করে দিতে ১ হাজার ২৫৭ কোটি টাকা ছাড় করা হয়েছে। গতকাল এ অর্থ ছাড় করা হয়। ১৪ মে অর্থ প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কার্যক্রম চলবে ঈদুল ফিতরের আগ পর্যন্ত।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অর্থ বিভাগের বাজেট-১ শাখা থেকে ৬২৭ কোটি ও বাজেট-৩ শাখা থেকে ৬৩০ কোটি টাকা ছাড় করা হয়েছে। সুবিধাভোগীদের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে টাকা পাঠাতে সেবা মাশুল বাবদ ছাড় করা হয়েছে ৭ কোটি টাকা।

উদ্বোধনের দিন থেকে পরের চারদিন ১০ লাখ করে মোট ৪০ লাখ পরিবারকে দেয়া হবে এ অর্থ। বাকি ১০ লাখ পরিবারও এর মধ্যেই পাবে।

১৭ লাখ পরিবারকে দেয়া হবে ডাক বিভাগের সেবা নগদের মাধ্যমে। ১৫ লাখ পরিবারকে দেবে বিকাশ। ১০ লাখ পরিবারকে দেবে রকেট ও ৮ লাখ পরিবারকে দেবে শিওরক্যাশ।

টাকা পাঠানোর সেবা মাশুল বাবদ এমএফএসকে প্রতি হাজারে ৬ টাকা দেবে সরকার। এ হিসেবে একটি পরিবারের কাছে আড়াই হাজার টাকা পৌঁছাতে সরকারকে ১৫ টাকা করে খরচ করতে হচ্ছে।

জানা গেছে, উদ্যোগটির সঙ্গে জড়িত প্রধানমন্ত্রীর কার্যালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ। পরিবার চিহ্নিত করা হয়েছে স্থানীয় সরকার অর্থাৎ জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের সাহায্যে। তালিকায় রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুর, নির্মাণ শ্রমিক, কৃষি শ্রমিক, দোকানের কর্মচারী, ব্যক্তি উদ্যোগে পরিচালিত বিভিন্ন ব্যবসায় কর্মরত শ্রমিক, পোলট্রি খামারের শ্রমিক, বাস-ট্রাকসহ পরিবহন শ্রমিক, হকারসহ নানা পেশার মানুষকে রাখা হয়েছে।