আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল লকডাউন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৫-১২ ১৯:৪৪:৩৯


করোনা ভাইরাস আক্রান্তের কারণে একের পর এক বন্ধ হয়েছে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান। এবার সেই তালিকায় যোগ হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) ২২ সদস্যের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল লকডাউন করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) ট্রাইব্যুনালের প্রসিকিউটর (প্রশাসন) জেয়াদ আল মালুম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এক এক করে ট্রাইব্যুনালের দু’টি ব্যারাকে থাকা এপিবিএন’র প্রায় ২২ সদস্য করোনায় আত্রান্ত হয়েছে। এর আগে কয়েকজনকে চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়া হয়েছিল। এখনো প্রায় ১৭ জন সদস্য ট্রাইব্যুনালের ভেতরে অবস্থান করছেন। এ কারণে পুরো ট্রাইব্যুনাল লকডাউন ঘোষণা করা হয়েছে।

এদিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আপাদত প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

এর আগে গত ২৪ এপ্রিল ব্যারাকের এক সদস্যের মধ্যে করোনা পজেটিভ পাওয়া যায়। এরপর গত ২৭ এপ্রিল নতুন করে আরও দুই এপিবিএন সদস্যের শরীরে করোনা পরীক্ষায় পজেটিভ পাওয়া যায়। এরপর সেখানে দায়িত্বে থাকা প্রায় ২২ সদস্যের মধ্যে করোনা ছড়িয়ে পড়ে।

সানবিডি/এসকেএস