স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের দায়িত্বে নাসিমা সুলতানা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৫-১৩ ১৬:৪৭:০৩
স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের দায়িত্ব নিয়েছেন অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। এত দিন তিনি স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালকের (প্রশাসন) দায়িত্ব পালন করে আসছিলেন।
আজ বুধবার দুপুরে করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে তিনি নিজেই এ তথ্য জানান।
ব্রিফিংয়ের শুরুতে নাসিমা সুলতানা বলেন, ‘আমি স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তবে আমি এখন মহাপরিচালকের দায়িত্বে আছি।’
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ অসুস্থ। এরকম পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের দায়িত্ব নিলেন নাসিমা সুলতানা। গতকাল ডা. আবুল কালাম আজাদ জানান, সামান্য অসুস্থতার কারণে বাসায় বিশ্রামে রয়েছেন তিনি।
সানবিডি/ঢাকা/এসএস