যুক্তরাষ্ট্র থেকে ফিরবেন তিন শতাধিক বাংলাদেশি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৫-১৩ ১৭:২৭:৩৩
করোনা ভাইরাস পরিস্থিতিতে লকডাউনে যুক্তরাষ্ট্রে আটকে পড়া তিন শতাধিক বাংলাদেশি দেশে ফিরবেন। আগামী ১৫ মে শুক্রবার কাতার এয়ারওয়েজের একটি চার্টার্ড ফ্লাইটে তাদের দেশে ফেরার কথা রয়েছে।
সূত্র জানায়, ১৫ মে রাত ১১টায় ওয়াশিংটনের ডুলাস বিমানবন্দর থেকে ফ্লাইটটি বাংলাদেশের উদ্দেশ্যে ছেড়ে আসবে। দেশে ফেরাদের মধ্যে ছাত্র, পর্যটক ও কাজে এসে আটকে পড়া বাংলাদেশিরা রয়েছেন।
সম্প্রতি বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসি এবং নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের ওয়েবসাইটে যুক্তরাষ্ট্রে এসে কোভিড-১৯ উদ্ভূত পরিস্থিতিতে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের অবস্থান সংক্রান্ত তথ্য চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর পরিপ্রেক্ষিতে তিন শতাধিক বাংলাদেশি নিজ নিজ খরচে বিশেষ ফ্লাইটের মাধ্যমে বাংলাদেশে ফিরে যাওয়ার প্রত্যাশায় দূতাবাস ও কনস্যুলেটের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে আবেদন করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক ওরিক্স অ্যাভিয়েশন লিমিটেড নামের একটি বাংলাদেশি প্রতিষ্ঠান এই চার্টার্ড ফ্লাইটে ভ্রমণেচ্ছু আটকে পড়া যাত্রীদের নিবন্ধন ও টিকিট ইস্যুকরণ-সংক্রান্ত বিষয়ে কাতার এয়ারওয়েজের সঙ্গে সমন্বয় সাধন করছে।
নিউইয়র্কে বাংলাদেশ কনসাল জেনারেল জানিয়েছে, দেশে যারা ফিরছেন, তাদের ঢাকা পৌঁছার পর দুই সপ্তাহ কোয়ারেন্টিনে থাকেতে হবে। এ ছাড়া সঙ্গে অবশ্যই করোনা শনাক্ত নয় এমন চিকিৎসা প্রত্যয়নপত্র রাখতে হবে।
সানবিডি/ঢাকা/এসএস