সামাজিক দূরত্ব না মানায় পাকিস্তানে বন্ধ হয়ে গেলো মার্কেট
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৫-১৪ ১২:৩৮:০০
করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে জারি করা লকডাউন তুলে নিয়েছে পাকিস্তান সরকার। আর লকডাউন তুলে নেয়ায় মানুষের ভিড় বাড়ছে পাকিস্তানের মার্কেটগুলোতে। এমন পরিস্থিতিতে সামাজিক দূরত্ব না মেনে ভিড় করায় গতকাল বুধবার পাকিস্তানের সিন্ধ প্রদেশের বেশ কয়েকটি মার্কেট বন্ধ করে দেয়া হয়েছে। এমনটি জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।
ডনের প্রতিবেদনে বলা হয়, বুধবার পাকিস্তানে প্রায় ২ হাজার ৩শ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। গত সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জানায়, অর্থনৈতিক মুক্তির জন্যই তিনি লকডাউন তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
পাকিস্তানের এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজারের বেশি মানুষ। মারা গেছেন ৭৭০ জন।
সানবিডি/ঢাকা/এসএস