করোনায় এবার সোনালী ব্যাংক কর্মকর্তার মৃত্যু
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৫-১৮ ১২:৪৬:০৫
করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার (পিও) মাহবুব এলাহী। গতকাল রোববার দিবাগত রাতে কুমিল্লায় মারা যান তিনি। এক সপ্তাহ আগে তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
জানা যায়, সোনালী ব্যাংকের মতিঝিলে স্থানীয় কার্যালয়ে কর্মরত ছিলেন মাহবুব এলাহী। করোনার উপসর্গ দেখা দেয়ায় ৭ মে ছুটি নিয়ে কুমিল্লায় নিজ বাড়িতে চলে যান। ১০ মে নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ আসে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কয়েক দিন চিকিৎসা নিয়ে বাড়িও ফিরেছিলেন। কিন্তু রোববার রাতে নিজ বাসাতেই মারা যান তিনি।
এ নিয়ে মোট চারজন ব্যাংকার কভিড-১৯ রোগে আক্রান্ত মারা গেলেন। এর মধ্যে সিটি ব্যাংকের দুই কর্মকর্তা এবং রূপালী ব্যাংকের একজন কর্মকর্তা রয়েছেন।
এদিকে সোনালী ব্যাংক সূত্রে জানা গেছে, ব্যাংকের আরো ২৯ জন কর্মকর্তা করোনা আক্রান্ত হয়েছেন।
উল্লেখ্য, করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। সাত দফা ছুটি বাড়িয়ে ৩০ মে পযন্ত করা হয়েছে। তবে প্রথম থেকেই ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর সরকারি বেতন–ভাতা দেয়ার কারণে সোনালী ব্যাংকে ভিড় একটু বেশিই লেগে আছে।
সানবিডি/ঢাকা/এসএস