মার্কেন্টাইল ব্যাংকের  শরীয়াহ সুপারভাইজরী কমিটির ১ম সভা অনুষ্ঠিত

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৫-১৯ ২০:০৫:১০


মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড-এর শরীয়াহ সুপারভাইজরী কমিটির ১ম সভা রোববার বেলা সাড়ে ১১ টায় মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় তাকওয়া নামে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড-এর ইসলামিক ব্যাংকিং উইন্ডো কার্যক্রম দ্রুত আরম্ভ করার নির্দেশনা দেয়া হয়।

শরীয়াহ সুপারভাইজরী কমিটি এবং ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোরশেদ আলম, এমপি সভায় সভাপতিত্ব করেন। সভায় কমিটির অন্যান্য সদস্যবৃন্দের মধ্যে আলহাজ¦ আকরাম হোসেন হুমায়ুন (ভার্চুয়ালী উপস্থিত), এ. কে. এম. সাহিদ রেজা, এম এ খান বেলাল, মাওলানা শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন।

সভায় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান এবংইসলামী ব্যাংকিং ডিভিশনের প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মর্তুজা হাসান।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস