আজ পবিত্র শবে কদর

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৫-২০ ১৪:২২:৫৯


আজ বুধবার (২০মে) দিবাগত রাতে মুসলিম সম্প্রদায়ের পবিত্র শবে কদর। এই লাইলাতুল কদরকে মহিমান্বিত বরকতময় রাত বলা হয়।

ইসলাম ধর্ম মতে, বছরের সর্বাধিক বরকতময় রাত। কুরআন ও হাদিসে এর নাম লায়লাতুল কদর।

শব ফারসি শব্দ, অর্থ রাত। আর কদর আরবি শব্দ, অর্থ মর্যাদা, ক্ষমতা। শবে কদর অর্থ মর্যাদার রাত। এই পবিত্র রাতে হেরা গুহায় নবী করীম (সা.) এর কাছে আল-কুরআনের প্রথম সুরার (সুরা-আলাক) পাঁচটি আয়াত নাজিল হয়। পবিত্র কুরআনে কদর নামে স্বতন্ত্র একটি সুরাও রয়েছে।

ধর্মপ্রাণ মুসল্লিরা এই মহিমান্বত রাতে জেগে থেকে ইবাদত পালন করেন। বুখারি হাদিসে বলা হয়েছে, রাসুলুল্লাহ (সা.) রমজান মাসের শেষ ১০ দিন ইতিকাফ করতেন। আর বলতেন, ‘তোমরা রমজানের শেষ ১০ রাতে শবে কদর সন্ধান করো।’

তিনি আরও বলেছেন, ‘মাহে রমজানের শেষ ১০ দিনের বিজোড় রাতগুলোতে তোমরা শবে কদর সন্ধান করো।’

সানবিডি/এনজে