ঈদ উপলক্ষে ৩ সহস্রাধিক বন্দিকে ক্ষমা ঘোষণা করল ইরান
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৫-২৪ ১৬:৫৮:৪০
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিন হাজার ৭২১ জন বন্দিকে ক্ষমার বিষয়ে ঘোষণা দিয়েছেন।
আয়াতুল্লাহ খামেনি শনিবার এ সাধারণ ক্ষমার ঘোষণা দেন।
বিচার বিভাগের প্রধান ইবরাহিম রায়িসি-র তালিকা অনুযায়ী বন্দিদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়।
জানা গেছে, স্থানীয় আদালত, ইসলামি বিপ্লবী আদালত, সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট আদালত এবং সরকারের বিভিন্ন সংস্থার সংশোধন কেন্দ্রে দোষী সাব্যস্ত বন্দিরা এই ক্ষমার আওতায় এসেছেন। সূত্র : তাসনিম নিউজ এজেন্সি
সানবিডি/ঢাকা/এসএস