পাওয়ার গ্রীডের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৫-২৭ ১২:২৯:০৬


পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানী খাতের কোম্পানি পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড চলতি ২০১৯-২০ হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২০-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

মঙ্গলবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালন পর্ষদের সভায় ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয় কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, হিসাববছরের তৃতীয় প্রান্তিকে পাওয়ারগ্রীডের শেয়ার প্রতি আয় (Earning Per Share- EPS) হয়েছে ৮৩ পয়সা। গত বছরের তৃতীয় প্রান্তিকে  ১ টাকা ১৮পয়সা ইপিএস হয়েছিল।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক তথা নয় মাসে (জুলাই’১৯-মার্চ’২০) কোম্পানির ইপিএস হয়েছে ৪  টাকা ১৮ পয়সা, গত বছরের একই সময়ে  ছিল  ৩ টাকা ৭৫ পয়সা।

তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল  টাকা  পয়সা, যা গত বছরের একই সময়ে  টাকা  পয়সা ছিল।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস