খোলার পরই আবার বন্ধ ঘোষণা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৫-৩০ ১৬:৪৭:৪৮
করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় দক্ষিণ কোরিয়ার স্কুলগুলো আবারও বন্ধ করা হয়েছে। দেশটিতে সংক্রমণ নতুন করে বাড়ায় এ পদক্ষেপ নেয়া হয়েছে।
দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনা আক্রান্তদের অধিকাংশই বুচেওন শহরের একটি ই-কমার্স প্রতিষ্ঠানের কর্মী। করোনার প্রকোপের কারণে ওই শহরের প্রায় ২৫১টি স্কুল বন্ধ করে দেয়া হয়েছে।
রাজধানী সিউল এবং এর আশপাশের শহরগুলোতেও জাদুঘর, পার্ক বন্ধ রাখার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এছাড়া বাসিন্দাদের জমায়েত এড়িয়ে চলারও আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার নতুন ৭৯ জনের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। ৫ এপ্রিলের পর আক্রান্তের এ সংখ্যা সর্বোচ্চ। শুক্রবার আক্রান্ত হয়েছে ৫৮ জন। এ নিয়ে দেশজুড়ে নতুন আক্রান্তের মোট সংখ্যা ১১ হাজার ৪০২ জনে দাঁড়িয়েছে।
সানবিডি/ঢাকা/এসএস