ঘোষিত লভ্যাংশ স্থগিত করলো এনসিসি ব্যাংক

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৫-৩১ ১১:০৫:১৩


পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের এনসিসি ব্যাংক কর্তৃপক্ষ ২০১৯ সালের ব্যবসায় ঘোষিত লভ্যাংশ স্থগিত করেছে। একইসঙ্গে বার্ষিক সাধারন সভা (এজিএম) ও রেকর্ড ডেট স্থগিত করা হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদ ২০১৯ সালের ব্যবসায় ১৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। তবে বাংলাদেশ ব্যাংকের লভ্যাংশ সীমা সংক্রান্ত নির্দেশনার কারনে তা স্থগিত করেছে এনসিসি ব্যাংক। এ বিষয়ে আবারও সিদ্ধান্ত নেওয়া হবে এবং সময়মতো প্রকাশ করা হবে বলে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে।

এর আগে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এনসিসি ব্যাংক শেয়ারহোল্ডারদের জন্য ১৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। এ জন্য এজিএম ২৭ জুলাই এবং রেকর্ড ডেট ১ জুন নির্ধারণ করেছিল।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৩০ টাকা। আর ২০১৯ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১.০২ টাকায়।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস