স্ট্যান্ডার্ড সিরামিকের কারখানা পুনরায় চালুর সিদ্ধান্ত
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৫-৩১ ১১:২২:২৮
পুঁজিবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড সিরামিকের কারখানা পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, করোনাভাইরাস প্রতিরোধে সরকার ২৬ মার্চ থেকে সবধরনের প্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করে। এর কারণ কারখানার কাচা মালের অপ্রাপ্ততা এবং উৎপাদিত পণ্য বিতরণ করতে না পেরে কোম্পানিটির কারখানা ১৬ মে থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়।
সরকার ঘোষিত সাধারণ ছুটি আর না বাড়ানো কারণে আগামী ১ জুন থেকে কোম্পানির কারখানা পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস