শেয়ার দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৫-৩১ ১৪:৫৬:১৬
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৩৫০ বারে ৩৬ লাখ ৫৫ হাজার ৫৮২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ১৭ লাখ টাকা।
দ্বিতীয় স্থানে থাকা ফনিক্স ফাইন্যান্স ফাস্ট মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ। ফান্ডটি ৯৬ বারে ৩ লাখ ৩ হাজার ৪৩৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৩ লাখ টাকা।
তৃতীয় স্থানে থাকা এসিআই লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি ৩৬২ বারে ৭৯ হাজার ৭০৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৭২ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সেন্ট্রাল ফার্মার ৯ দশমিক ৯২ শতাংশ, এসিআই ফরমুলেশনের ৯ দশমিক ৯১ শতাংশ, স্কয়ার ফার্মার ৯ দশমিক ৯১ শতাংশ, ইন্দো-বাংলা ফার্মার ৯ দশমিক ৮৯ শতাংশ, বেক্সিমকো ফার্মার ৯ দশমিক ৮৮ শতাংশ, শাহজিবাজার পাওয়ারের ৯ দশমিক ৮৬ শতাংশ ও একমি ল্যাবরেটরিজের ৯ দশমিক ৩৮ শতাংশ দর বৃদ্ধি পেয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস