অনুমোদনহীন ওষুধ বিক্রি, ল্যাবএইডকে ১০ লাখ টাকা জরিমানা

প্রকাশ: ২০১৫-১২-০৬ ২৩:০৪:৫৩


labঅনুমোদনহীন ওষুধ বিক্রির অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে রাজধানীর অভিজাত হাসপাতাল ল্যাবএইডকে। রোববার রাত ৮টার দিকে ওই হাসপাতালে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অনুমোদনহীন ওষুধ জব্দ করে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

পরে ওই হাসপাতালকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।  অবশ্য র‌্যাব-১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ আহমেদের নেতৃত্বে সন্ধ্যার দিকে ধানমণ্ডির বিভিন্ন হাসপাতালের ফার্মেসিগুলোতে অভিযানে নামা হয়।