সিরীয় সেনাদের ওপর বিমান হামলা, নিহত ৪

আপডেট: ২০১৫-১২-০৭ ১৯:২৩:০৭


12_93768সিরীয় সেনাবাহিনীর ওপর বিমান হামলার ঘটনা ঘটেছে।  এতে অন্তত চার সিরীয় সেনা নিহত হয়েছে। তবে কারা এই হামলা চালিয়েছে তা জানা যায়নি।

সিরিয়ার দেইর এজ্জর প্রদেশে এই হামলার ঘটনা ঘটে বলে সোমবার জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। খবর আলজাজিরার।

সিরিয়ার সরকার এই বিমান হামলাকে তাদের দেশের বিরুদ্ধে বড় ধরনের আগ্রাসন বলে অভিহিত করে এর নিন্দা জানিয়েছে।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, চারটি যুদ্ধবিমান থেকে একটি সেনা ক্যাম্পের ওপর রবিবার সন্ধ্যায় নয়টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।  এই হামলায় তিনটি সামরিক যান, ভারী মেশিনগান এবং বহু গোলাবারুদ ধ্বংস হয়েছে।

তবে অ্যামেরিকার নেতৃত্বাধীন পশ্চিমা জোট বলছে, তাদের কোনো জঙ্গি বিমান কোনো সামরিক ঘাঁটিতে আক্রমণ করেনি।তবে যুক্তরাষ্ট্র বলেছে, তারা গত ২৪ ঘণ্টায় দেইর এজ্জর প্রদেশে হামলা চালিয়েছে বটে, তবে তা ছিল ওই সেনাঘাঁটি থেকে ৫০ কিলোমিটার দূরে।

সিরিয়ান অবজারভেটরি জানায়, দেইর এজ্জর প্রদেশের আয়াশ শহরের কাছে সায়েকা সেনাঘাঁটিতে ওই বিমান হামলা চালানো হয়। গত ২৪ ঘণ্টায় বেশ কয়েকবার চালানো হয় হামলা। এ ঘটনায় চার সেনা নিহত ও ১৩ সেনাসদস্য আহত হন।

দেইর এজ্জর প্রদেশের বেশির ভাগ অঞ্চল ইসলামিক স্টেটের (আইএস) দখলে। ওই এলাকায় নিয়মিত বিমান হামলা চালিয়ে থাকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট। সম্প্রতি বিমান হামলায় যোগ দিয়েছে ব্রিটেন ও ফ্রান্স। এ ছাড়া গত সেপ্টেম্বর থেকে সিরিয়ায় বিমান হামলা চালাচ্ছে রাশিয়া।

সিরীয় সেনাদের ওপর কোন দেশের বিমান হামলা চালিয়েছে তা এখনো স্পষ্ট হয়নি।

সানবিডি/ঢাকা/রাআ