জবির প্রকল্পের মেয়াদ দ্বিতীয়বারের মত বৃদ্ধির আবেদন
প্রকাশ: ২০১৫-১২-০৭ ২০:৩৩:৫১
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের মেয়াদ শেষ হবে আগামী বছর জুনে। কিন্তু এ সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ না হওয়ায় নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে দ্বিতীয়বারের মত মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে ২০১৪ সালে প্রথমবার দুই বছর মেয়াদ বৃদ্ধি করা হয়।
এ বিষয়ে জবি ভিসি অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, নির্ধারিত সময়ের ভিতরে কাজ শেষ না হওয়ায় প্রকল্পের মেয়াদ আরো দুই বছর মেয়াদ বৃদ্ধি করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০১০ সালে অক্টোবরে একশ কোটি টাকার প্রকল্প অনুমোদিত হয়। এ প্রকল্পের টাকায় নতুন ভবনের সাত তলা থেকে ষোল তলা পর্যন্ত নির্মান এবং একটি ছাত্রী হল নির্মান করার কথা। কিন্তু প্রথম তিন বছরে কোন কাজ শুরু করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর ফলে ২০১৪ সালে প্রথমবার মেয়াদ বৃদ্ধি করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের এক উর্ধ্বতন কর্মকর্তা বলেন, প্রকল্প অনুমোদনের পর প্রথম পাঁচ বছরে ৫ শতাংশ কাজ সম্পন্ন না হওয়ায় প্রকল্পটি ডেড (মৃত) প্রজেক্টের (প্রকল্প) তালিকায় চলে যায়। বর্তমান ভিসির বিশেষ অনুরোধে প্রকল্পটি আবারো চালু করা হয়েছে।
সানবিডি/ঢাকা/রাঅা/ইসমাঈল