দেবহাটার কোমরপুরে এগিয়ে চলছে বিদ্যুতায়নের কাজ
প্রকাশ: ২০১৫-১২-০৭ ২১:১১:১৭
বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে সরকারের প্রত্যেকটি বিভাগ একান্ত ভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় দেশের প্রত্যেকটি অঞ্চলে বিদ্যুৎ পৌছে দিতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে বিদ্যুৎ বিভাগ।
এই লক্ষে দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের সীমান্তবর্তী অনুন্নত এলাকা দক্ষিন কোমরপুরকে বিদ্যুতায়নের আওতায় আনতে বিদ্যুতায়ন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে খুঁটি পুঁতে আনুষ্ঠানিক ভাবে বিদ্যুতায়নের কাজ শুরু করা হয়।
সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ করদাতা ও বিশিষ্ঠ সমাজ সেবক আশিক এন্টারপ্রাইজের স্বত্বাধীকারী আলহাজ্ব আল ফেরদৌস উপস্থিত থেকে কাজের শুভ উদ্বোধন করেন।
এসময় পারুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান মিন্নুর, পারুলিয়া ইউপি সদস্য লোকমান কবির, পারুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য প্রার্থী হিরা, ডাঃ বাচ্চু, আব্দুল খালেক সহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে বাংলাদেশ সরকারের তথ্য ও প্রযুক্তি মন্ত্রনালয়ের সহকারী সচিব শামসুর নাহারের সার্বিক সহযোগীতায় দক্ষিন কোমরপুর গ্রামে প্রায় দুই শতাধিক পরিবারে বিদ্যুতায়ন কাজ পর্যায় ক্রমে এগিয়ে চলেছে।
সানবিডি/ঢাকা/রাআ