আগৈলঝাড়ায় এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আপডেট: ২০১৫-১২-০৭ ২১:৩৫:২৭


Photo- Aailjhara 07 Dec, 2015 (2)বরিশালের আগৈলঝাড়ায় এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।

রোববার বিকেলে উপজেলার গৈলা গ্রামের স্থানীয় যুবকদের উদ্যেগে আল ফারুক এতিমখানার সুপার হাফেজ আঃ মান্নানের সভাপতিত্বে এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণের অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাসপাতালের আরএমও ডা. বখতিয়ার আল মামুন, ডা. কেএম শাকিব, ডা. অভ্র মিত্র, সাংবাদিক এসএম শামীম, লুৎফর রহমান, নাজমুল ইসলাম, আ. জব্বার হাওলাদার, শাহিন মৃধা প্রমুখ।

বক্তৃতার পর আল ফারুক এতিমখানার এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

সানবিডি/ঢাকা/রাআ