ইতালি বাঙালি অভিবাসীদের সর্তকতার আহ্বান জানিয়েছেন ইতালি আওয়ামীলীগ

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২০-০৬-২০ ২১:১৭:৪১


ইতালিতে অবস্থানরত বাঙালি প্রিয় প্রবাসী ভাই বোনেরা ,আপনারা ইতিপূর্বে অবগত হয়েছেন যে,
ইউরোপের দেশ ইতালিতে থাকা বাংলাদেশি দূতাবাসে নিয়ে অপপ্রচার তথা মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ অবস্থায় ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজি ও সাধারণ সম্পাদক হাসান ইকবাল ইতালি বাঙালি অভিবাসীদের সতর্ক হওয়ার আহ্বান জানান।

এবিষয়ে ইতালি আওয়ামী লীগের সভাপতি মোঃ ইদ্রিস ফারাজী বলেন, ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবাহান সিকদার যেসব অবৈধ বাংলাদেশি রয়েছে তাদের সহযোগিতা করার জন্য সাপ্তাহিক ছুটির দিন শনিবার কার্যদিবস খোলা রেখেও দূতাবাস কাজ করে নিরলসভাবে যাচ্ছে।তিনি বলেন, প্রবাসী ভাই বোনেরা আপনারা গুজবে কান না দিয়ে আপনারা আপনাদের সমস্যা সমাধানে দূতাবাসের সাথে যোগাযোগ করুন। দূতাবাস আপনাদের সেবা দেওয়ার জন্য সদা প্রস্তুত। ইতালিতে বসবাসরত বাঙালি অভিবাসীরা যেন সুষ্ঠু সুশৃংখল ভাবে কোন হয়রানি ছাড়া দূতাবাসের যেকোনো সহযোগিতা সহজে গ্রহণ করতে পারে সেজন্য ইতালিতে নিযুক্ত রাষ্ট্রদূত আব্দুস সোবাহান সিকদারের প্রতি অনুরোধ জানান ইদ্রিস ফারাজী।
শুক্রবার ১৯ জুন ইতালি (বাঙালি) কমিউনিটির নেতা হাসান ইকবাল এক সর্তক বার্তায় সংশ্লিষ্টদের জন্য এমন সতর্ক বার্তা দেন।

তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউব থেকে ইতালিতে থাকা বাংলাদেশ দূতাবাস নিয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করা হচ্ছে। এসব অপপ্রচার থেকে সচেতন হতে হবে।

হাসান ইকবাল আরো বলেন, উদ্দেশ্যপ্রণোদিত হয়েই এসব অপপ্রচার চালানো হচ্ছে। এর সঙ্গে সত্যের কোনো সম্পর্ক নেই। যারা বিভিন্ন ভুয়া ও বেনামি আইডি থেকে এসব অপপ্রচার চালাচ্ছে এই সব ভুয়া মিথ্যা ভিত্তিহীন সম্পূর্ণ বানোয়াট তথ্য। বাঙালি অভিবাসী ভাই বোনেরা আপনাদের এসব অপপ্রচারের চক্রান্ত থেকে সচেতন হবে।
সবাইকে এই ধরনের গর্হিত কাজ থেকে বিরত থাকার আহ্বানও জানান হাসান ইকবাল।