কুবির ভর্তির সাক্ষাৎকার ২০ ডিসেম্বর
প্রকাশ: ২০১৫-১২-০৮ ১১:১৭:৩৯
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ইং শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাৎকার শুরু আগামি ২০ই ডিসেম্বর থেকে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব মোঃ মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয় আগামী ২০ ডিসেম্বর সকাল সাড়ে নয়টা থেকে ‘এ’ ইউনিটের মেধাক্রমানুসারে ১ থেকে ১৭৫ জনের, ‘বি’ ইউনিটের মানবিক শাখার ১ থেকে ২৫৭জনের এবং ২০ ই ডিসেম্বর সকাল সাড়ে নয়টা থেকে বাণিজ্য শাখার ১ থেকে ২০০ জনের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।
একই ইউনিটের বিজ্ঞান শাখার ১৭৬ থেকে ৩৫০ জনের সাক্ষাৎকার নেয়া হবে আগামী ২১ডিসেম্বর সকাল সাড়ে নয়টায়।
বি ইউনিটের মানবিক শাখার ১ থেকে ২৫৭ জনের সাক্ষাৎকার ২০ ই ডিসেম্বর সকাল সাড়ে নয়টা এবং একই ইউনিটের বানিজ্য শাখার ১ থেকে ৫২ জনের সাক্ষাৎকার নেয়া হবে ২১ ডিসেম্বর সকাল সাড়ে নয়টায় এবং বিজ্ঞান শাখার ১ থেকে ১৪১ জনের সাক্ষাৎকার নেয়া হবে ২২ ডিসেম্বর ২০১৫।
সি ইউনিটের বানিজ্য শাখার ১ থেকে ২০০ জনের সাক্ষাৎকার ২০ ডিসেম্বর সকাল সাড়ে নয়টা এবং একই ইউনিটের মানবিক শাখার ১ থেকে ১৬ জনের সাক্ষাৎকার নেয়া হবে ২১ ডিসেম্বর সকাল সাড়ে নয়টায় এবং বিজ্ঞান শাখার ১ থেকে ২৪ জনের সাক্ষাৎকার নেয়া হবে ২২ ডিসেম্বর বিকেল ৩টায়।
০৩-০১-২০১৬ জানুয়ারি থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে ৭ ই জানুয়ারি পর্যন্ত চলবে বলে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।
সাক্ষাতকারের বিস্তারিত জানতে ক্লিক করুন
সানবিডি/ঢাকা/ইলাহী/এসএস