চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ৬৪

প্রকাশ: ২০১৫-১২-০৮ ১২:৩৫:০৬


Arrestচট্টগ্রামের বিভিন্ন উপজেলায় চলমান বিশেষ অভিযানে জামায়াত শিবিরের একাধিক নেতাকর্মীসহ কর্মীসহ ৬৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় এই বিশেষ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম জেলা পুলিশ।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবদুল আউয়াল রাইজিংবিডিকে জানান, জেলার লোহাগাড়া, সাতকানিয়া, পটিয়া মীরসরাই, সীতাকু-, সন্দ্বীপ, রাউজান, রাঙ্গুনিয়া বোয়ালখালী, বাঁশখালী, হাটহাজারীসহ বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে জামায়াত শিবিরের একাধিক নেতাকর্মী রয়েছে। এদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে নাশকতার ঘটনায় একাধিক মামলা রয়েছে।

অভিযানে ২২৯ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৪৭ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।