প্রথমবারের মতো ক্যাপিটাল মার্কেট এক্সপোর উদ্বোধন বৃহস্পতিবার

প্রকাশ: ২০১৫-১২-০৮ ১৯:২৮:০৯


Capital Expo 08.12.15পুঁজিবাজারকে আরো গতিশীল করতে একই ছাদের নিচেই পুঁজিবাজার সংশ্লিষ্টদের নিয়ে প্রথম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্যাপিটাল মার্কেট এক্সপো-২০১৫। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে তিন দিনব্যাপী এ মেলা আগামীকাল বৃহস্পতিবার উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। মঙ্গলবার রাজধানীর পল্টন বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মেলার আয়োজক অর্থসূচকের সম্পাদক জিয়াউর রহমান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হান্নান জোয়াদার।  সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের প্রথম বারের মতো ক্যাপিটাল মার্কেট এক্সপোটি বৃহস্পতিবার শুরু হয়ে চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত ৮ পর্যন্ত চলবে।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, মেলায় প্রায় ৬৫টি স্টল থাকছে। এতে অংশ গ্রহণ করছে বিভিন্ন ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, ক্রেডিট রেটিং এজেন্সি, ট্রাস্টি, অডিট ফার্ম, কাস্টোডিয়ান ও তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানি। এ ছাড়া দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট অব বাংলাদেশ (আইসিএমএবি), দ্য চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অব বাংলাদেশ (আইসিএবি) ও দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) অংশগ্রহণ করছে।

জিয়াউর রহমান বলেন, পুঁজিবাজারে যোগ্য নেতৃত্বের অভাব রয়েছে। ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান যোগ্য নেতার অভাবে ভুগছে। এই শূন্যস্থান পূরণ করার লক্ষ্যে নতুন প্রজন্মের মধ্যে নেতৃত্ব সৃষ্টি করতে হবে। আর যোগ্য নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যকে সামনে রেখে মেলার আয়োজন করেছে অর্থসূচক। নতুন নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে মেলায় ২১টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের কাছে পুঁজিবাজারের মৌলিক বিষয়াদিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হবে। পুঁজিবাজার নিয়ে মানুষের নেতিবাচক মনোভাব দূর করা ও অর্থনীতিতে পুঁজিবাজারের গুরুত্ব সম্পর্কে অবহিত করাও মেলার অন্যতম উদ্দেশ্য বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, বাংলাদেশের শিল্পায়ন এখনো ব্যাংকনির্ভর। শিল্প বিকাশে আমাদের পুঁজিবাজার এখনো অনেক পিছিয়ে রয়েছে। পুঁজিবাজার যাতে শিল্প বিকাশে ভূমিকা রাখতে পারে সেদিকে সংশ্লিষ্টদের নজর দিতে হবে।

উল্লেখ্য, মেলার বিভিন্ন দিনের সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। মেলার ৩ দিনই দর্শনার্থীদের জন্য বিনামূল্যে কূপনের ব্যবস্থা থাকছে। প্রতিদিন ২১ জন বিভিন্ন পুরস্কার পাবেন। এর মধ্যে ঢাকা টু মালয়েশিয়া টু ঢাকা, ঢাকা টু কক্সবাজার টু ঢাকা ভ্রমণের সুযোগসহ অন্যান্য পুরস্কারের ব্যবস্থা রয়েছে।