কবিতাপত্র ‘নিওর’ এর দশম সংখ্যার মোড়ক উন্মোচন
প্রকাশ: ২০১৫-১২-০৮ ২১:৪৩:১৭
বগুড়া থেকে প্রকাশিত কবিতাপত্র ‘নিওর’ দশম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে বিএমএ ভবনে পত্রিকাটির মোড়ক উন্মোচন করেন বগুড়া বিএমএ’র সভাপতি সংস্কৃতজন ডাঃ মোস্তফা আলম নান্নু। ইসলাম রফিক সম্পাদিত পত্রিকাটির নামলিপি করেছেন কবি শিবলী মোকতাদির এবং সম্পাদনা সহযোগী হিসেবে ছিলেন রাহমান মিজান ও হাদিউল হৃদয়।
এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শিশু সংগঠক ও উচ্চারণ একাডেমির পরিচালক এ্যাড. পলাশ খন্দকার। বক্তব্য রাখেন বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, সাধারণ সম্পাদক আবু সাইদ সিদ্দিকী, পিটিআই, বগুড়ার সুপারেনটেনডেন্ট মোঃ মুজাহিদুল ইসলাম, শিশু সংগঠক আব্দুল খালেক, নাট্যব্যক্তিত্ব এম ববি খান, সিকতা কাজল ও রাহমান মিজান। উপস্থিত ছিলেন কবি আজিজার রহমান তাজ, বগুড়া লেখক চক্রের সহ সভাপতি কবি হাবীবুল্লাহ জুয়েল, কামরুন নাহার কুহেলী, আফসানা জাকিয়া, হাদিউল হৃদয় প্রমুখ।
পত্রিকাটির মোড়ক উন্মোচন করে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষা, সংস্কৃতির শহর বগুড়ায় পত্রিকা সম্পাদনার মাধ্যমে আমাদের প্রগতিশীলতা যেমন তুলে ধরতে হবে, তেমনি তরুণ ছেলেমেয়েদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হবে। একটি সুন্দর জাতি গঠনে মুক্তচিন্তার কোন বিকল্প নাই।
‘বেড়ে ওঠার কাগজ’ এই স্লোগানকে ধারণ করে পত্রিকাটি নিয়মিত প্রকাশিত হচ্ছে। তরুণ কবিদের লেখার জায়গা তৈরী করে দিচ্ছে কবিতাপত্র ‘নিওর’। পত্রিকাটি ইতোমধ্যে তরুণদের মধ্যে সাড়া ফেলেছে। ত্রিশ টাকা বিনিময়ে পত্রিকাটি পাওয়া যাবে পড়ুয়া লাইব্রেরিতে।
সানবিডি/ঢাকা/রাআ