সড়কে প্রাণ গেল রাবি শিক্ষকের
প্রকাশ: ২০১৫-১২-০৯ ১৫:৪১:৪১
নাটোরে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইউনুস খান জাহাঙ্গীর নিহত হয়েছেন।
শহরের চকবৈদ্যনাথ চামড়াপট্টি এলাকায় বুধবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু সামা ও প্রত্যক্ষদর্শীরা জানান, অধ্যাপক ড. ইউনুস খান জাহাঙ্গীর সিরাজগঞ্জ থেকে মোটরসাইকেলে কর্মস্থলে যাওয়ার পথে নাটোরের চকবৈদ্যনাথ চামড়াপট্টি এলাকায় পৌঁছালে কাভার্ডভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয়রা সদর হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে রাজশাহী নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।