ব্যাটিংয়ে ঢাকা ডাইনামাইটস

প্রকাশ: ২০১৫-১২-০৯ ১৫:৫৫:১৯


Kumar-Sangakkaraবাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২৭তম ম্যাচে সিলেট সুপার স্টার্সের বিপক্ষে ব্যাট করছে ঢাকা ডাইনামাইটস।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ বুধবার দুপুর ২টায় ম্যাচটি শুরু হয়। টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান সিলেটের অধিনায়ক শহীদ আফ্রিদি।

বিপিএলের চলতি আসরে এ পর্যন্ত ৭ ম্যাচে ৩টি জয় ও ৪টি পরাজয় নিয়ে পয়েন্ট টেলিবের চতুর্থ স্থানে আছে ঢাকা ডাইনামাইটস। অপরদিকে ৮টি ম্যাচ খেলে ৬টিতে পরাজয় ও ২টি জয় নিয়ে পয়েন্ট টেবিলের ৫ম স্থানে রয়েছে সিলেট সুপার স্টার্স।

ঢাকা ডাইনামাইটস একাদশ:

ইয়াসির শাহ, ফরহা রেজা, মোহাম্মদ হাফিজ, কুমার সাঙ্গাকারা (অধিনায়ক), নাসির হোসেন, আবুল হাসান, মোসাদ্দেক হোসেন, মোশাররফ হোসেন, নাবিল সামাদ, ম্যালকম ওয়ালার ও মুস্তাফিজুর রহমান।

সিলেট সুপার স্টার্স একাদশ:

মুমিনুল হক, জুনায়েদ সিদ্দিকী, মুশফিকুর রহিম, রবি বোপারা, নুরুল হাসান, জশ কব, শহীদ আফ্রিদি (অধিনায়ক), সোহাইল তানভির, আব্দুর রাজ্জাক, রুবেল হোসেন এবং মোহাম্মদ শহীদ।