জবি শিক্ষক সমিতির সভাপতি কাজী সাইফুদ্দীন, সাধারণ সম্পাদক নূরে আলম আব্দুল্লাহ নির্বাচিত

প্রকাশ: ২০১৫-১২-১০ ১৯:৪৯:৩৯


JNU-TA-Sectaryজগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০১৬-এ চূড়ান্ত প্রার্থী তালিকায় কোন পদেই প্রতিদ্বন্দী প্রার্থী না থাকায় সকল সদস্য বিনা প্রতিদ্বন্দ্বীয়তায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন সভাপতি এবং পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ নূরে আলম আব্দুল্লাহ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

JNU-TA-Presidentএছাড়াও সহ-সভাপতি পদে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী, কোষাধ্যক্ষ পদে ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ ছগীর হোসেন খন্দকার এবং যুগ্ম-সম্পাদক পদে প্রাণিবিদ্যা বিভাগের এ. এইচ. এম. শফিউল্লাহ হাবিব বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এছাড়াও সদস্য পদে প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মাসুদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ কামাল হোসেন, আইন বিভাগের সহকারী অধ্যাপক মুনিরা জাহান সুমি, সেন্টার ফর ইংলিশ ল্যাংগুয়েজ-এর সহকারী অধ্যাপক খন্দকার মোন্তাসির হাসান, ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সায়েদুর রহমান, আইন বিভাগরে সহকারী অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, ইতিহাস বিভাগের প্রভাষক তপন কুমার পালিত, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক দ্বীন ইসলাম, ফিন্যান্স বিভাগের প্রভাষক শেখ আলমগীর হোসেন এবং রসায়ন বিভাগের প্রভাষক আবদুল আউয়াল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন-২০১৬-এর প্রধান নির্বাচন কমিশনার ও নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সানজিদা ফারহানা ফলাফল ঘোষণা করেন।

সানবিডি/ঢাকা/রাআ